মেঘ যেমন ভাবে চেনে
নীল আকাশ কে,
চাঁদ যেমন ভাবে চেনে
তার জ্যোৎস্না কে,
আমি ঠিক তেমন ভাবে
চিনেছি তোমাকে।


কিশোর বয়সে যেদিন দেখলাম
প্রথম তোমাকে,
আকাঙ্ক্ষার ঝুল বারান্দায় হারিয়েছি
আমার আমি কে।


তুমি সেই মায়াবী মেয়ে
কাজল কালো আঁখিতে,
বিলি কাটা কেশ বিন্যাসে
প্রেম জন্মায় হাসিতে,
পদ্ম ফোটে তোমার হৃদয়ের
শান্ত দিঘিতে।
তোমার জল টলটলে ঠোঁটে
ইচ্ছে হয় ছুঁতে।


মাঝে মাঝে মনে হয়
উন্মাদ করে দিচ্ছে কেউ আমাকে,
কোন দুরারোগ্য ব্যাধিতে
আষ্টেপৃষ্ঠে বাঁধছে আমাকে।
তবুও ইচ্ছে হয় তোমায় ছুঁতে
বরন করতে চাই আকাঙ্ক্ষিত মৃত্যুকে।


হয়তো এই প্রেমের আগুনেই
দহন হয়েছে হৃদয়,
কামনার দাবানলে পুড়েছে মন
কোন এক সন্ধ্যায়,
ভালোবাসার ধ্রুপদী চাদর জড়িয়ে
রয়েছি তোমার প্রতীক্ষায়।


তাইতো ঘুমের মধ্যে জেগে_উঠি
নাকে অনুভূত পরিচিত গন্ধ,
বহুদিন আগে যেটা আস্বাদন করেছি
ওটা এক নারীর গন্ধ,
অপলক দৃষ্টিতে চেয়ে থাকি
যার প্রেমে মুগ্ধ,
ইচ্ছে হয় পুনরায় পেতে
যে প্রেম ছিল অবাধ্য।।