যেওনা ভাই নদীর চড়ে
যেখানে কুমীর শিকার ধরে।
টানবে যখন ঠ্যাঙ ধরে
দেখবে তুমি কেমন করে।
তুমি তখন জলের নীচে
কোথায় যেন যাচ্ছ ভেসে।
যদি বাঁচ প্রানের তরে
যাবে হয়তো অঙ্গ ছেড়ে ।
দেখবে চিল উপর থেকে
ভাসছ তুমি উজান স্রোতে।
থাকলে মাঝি নৌকা বেয়ে
তোমার দিকে যাবে ধেয়ে।
হয়তো তুমি বাঁচবে তবে
নয়তো জীবন হারিয়ে যাবে।।