তোমার বিহনে প্রস্ফুটিত পুষ্প শুকিয়ে গেছে,
হৃদয় আজ অর্থ হীন ঝরাপাতা ছন্দ হারিয়েছে।
জীবনের ঢেউ গুলো কূল হারিয়ে দিশাহীন,
রক্তের উত্তেজনা হয়েছে প্রেম হীন শান্ত মলিন।
তুমি হয়তো এখন আমায় ঠিক মুক্তি দিয়েছ,
কোনদিন হৃদয় মাঝে যন্ত্রণা কি অনুভব করেছ?
আমার ছিল যে প্রজাপতির মত রঙিন জীবন,
অবিশ্বাসের চাদরে হেমন্তের কুয়াশায় হয়েছে মরন।
তুমিই তো একদিন জ্বালিয়ে ছিলে প্রেমের প্রদীপ,
তবে কেন নিজ হাতে নিভিয়ে দিলে স্বপ্ন দীপ।
দুঃখের প্লাবনে শুধু ভেসে চলেছি জীবন খেয়ায়,
অশ্রু ভেজা চোখে অতীত স্মৃতি রয়েছে বিষন্নতায়।
যাই হোক সেই অতীত জীবনের টেনেছি আমি ইতি,
সুখে থেকো, শান্তিতে থেকো, চায় না তোমার প্রীতি।।