(কবিতা টি দুর্গা পূজার আগে লেখা, পত্রিকায় প্রকাশিত হবার জন্য এখানে দিতে দেরি হল ।)


এবারেও মাগো আসিছ মা তুমি
আমি পঞ্জিকা খুলে দেখি।
গোপনে গোপনে মাগো কটা
সিরিয়াস কথা লিখি।


শিবের সেবক হলেও মাগো
ভেবোনা গাঁজা ভাং কিছু খাই,
নন্দী ভৃঙ্গী সকলেই আছে মর্তে,
দেখবে যদি অবশ্যই আসা চাই।


তোমার দুই কন্যা লক্ষ্মী সরস্বতী,
রূপে গুনে তারা বড়ই গুণবতী।
লক্ষ্মী তোমার গুনেও পরিপূর্ণা,
ধন সম্পত্তি তেও অঢেল মতি।


আর সরস্বতী তার তো রূপের খ্যাতি,
বীণা হাতে গানের গলাটিও মিষ্টি।
মর্তে আধুনিক সাজে সে যে বীরাঙ্গনা,
সেন্ট স্নো পাউডার ভ্যানিটি ব্যাগে নিপুণা।


মর্তে কার্তিক এসে খেলবে হোলি,
হয়ে দেব সেনাপতি বাহুবলী।
প্রেমের জোয়ারে ভাসবে তোড়ে,
ফেসবুক হোয়াটসঅ্যাপের রঙ্গবতীদের ভিড়ে।


আর গণেশ এর তরে ভেবো না মাগো,
জিমে গিয়ে সিক্স প্যাক বানাবে সেও।
ও যেখানেই যাবে কুলুঙ্গিতে বসে খাবে,
চাল কলা লাড্ডু কিছুতে উদর ভরাবে।


মাগো তুমি এসো আমাদের ঘরে,
ছেলে মেয়ে আর পরিবারের সাথে।
তোমাদের পেয়ে আমরা থাকি উৎসব মুখে,
ফিরে যাবার আগে সবাই কে রেখ সুখে।।