নগ্ন পায়ে স্মৃতি বিজড়িত আমাদের প্রভাতফেরি,
রক্তে রাঙা বীর শহীদের একুশে ফেব্রুয়ারি।
সবার চোখে ভাসমান ফাগুনের বসন্ত রাঙা দিন,
জয় যে হল মাতৃভাষার বাহান্নর সেই দিন।
তারুণ্য বীর শহীদদের রক্ত হোলির খেলায়-
বাংলা পেল চির পরিচয় বিশ্ব মাতৃভাষায়।
চার যুবকের আত্মাহুতি এনে দিল গর্বের সন্মান,
মোদের ভাষা রাষ্ট্রভাষা বাংলার হয়েছে জয়গান।
সালাম-বরকত-রফিক-জব্বার হয়েছে শত বলি,
অমর একুশে ফেব্রুয়ারি গর্বিত আমি পূর্ণ বাঙালি।
এই বাংলার ভাই বোনেরা আল্পনা দেয় পথে,
অ আ ক খ মাতৃভাষার বিজয় কেতন রথে।
আজ এই দিনটি শুধু বাংলা ভাষা দিবস নয়,
অনেক সংখ্যালঘু ভাষাও  মাতৃভাষায় স্বীকৃত হয়।
দিকে দিকে রঞ্জিত পলাশ শিমুল কৃষ্ণচূড়ার ডালি,
জীবন ভর অঙ্গীকার শুধু যেন বাংলায় কথা বলি।।