মনের আকাশের রঙ টা আজ
কেমন যেন ধূসর,
জীবন্ত প্রাণ আর মৃত জীবন
দাঁড়িপাল্লার দুই প্রান্তর।
স্বপ্নগুলো বাস্তব আলোর নিরিখে
ক্ষীণ থেকে ক্ষীণতর,
জীবনে চলার পথে কষ্টের নদীটাই
হয়েছে শুধু বড়।
যখন কষ্ট নিয়ে অল্প সুখের আশায়
আমি লিখতে বসি,
ভাবি কেনই বা মানুষ কষ্টের সাথে
বসবাস করে বেশী?
মানুষ কেন কষ্টকে
ছেড়ে যেতে পারে না?
কেন কষ্টই বা মানুষকে
ছেড়ে যায় না?
তবে কি মানুষ নিজের কষ্ট
নিজেই তৈরি করে?
তবে তো নিজের তৈরী কষ্ট নিজেই
নির্মূল করতে পারে!
ছোট্ট এই জীবনের কতটুকু স্বপ্ন
নেই নিঃশ্বাসের ভরসা,
দেখিনি কেউ সারা জীবন সুখকে জড়িয়ে
বেঁধেছে আপন বাসা।
জীবন নামের ছোট্ট সংসারে
মানুষ যে স্বার্থপর,
সুখের আশায় ছুটলে ভুবনে
তুমি কাঁদবে জীবনভর।
একাই এসেছ ভবে একাই চলতে হবে
খুঁজে নিয়ে নিজ পথ,
শত কষ্টেও অবিচল থাকতে হবে
নিজেকে রেখে সৎ।
হয়তো মানুষ সুখ খুঁজে পায়
একটু ভালোবাসা পেলে,
আবার সেই সুখই কষ্ট দেয়
আপন জন হারালে।
জীবনের অন্তিম ক্ষনে দাঁড়িয়েও দেখে
পূরন হয়নি মনের আশা,
সুখের পরে দুঃখ আসবেই জীবনে
এরই তো নাম ভালোবাসা।।