অচেনা অন্ধকার ছেড়ে যখন আমি
পেলাম চোখে আলো,
একলা ছিলাম মায়ের কোলে
সবাই বলেছিল ভালো।
মায়ের আদর যত্ন পেয়ে
হলাম বড় আমি,
অজানা এক নেশার ঘোরে
কখন যে বদলে দিলে তুমি।
মুক্ত হয়ে মন যে আমার
উড়েছে সাদা মেঘের দলে,
প্রতিনিয়ত মন হারিয়ে গেছে
তোমার ভালোবাসার ছলে।
তাই তো আমার অধৈর্য জীবনে
রয়েগেল শূন্য আকাশ,
অসহিষ্ণু অধ্যায় এর শেষেও
হলো না দুঃখের প্রকাশ।
দুঃখে আমার কাব্য লিখন
কষ্টের কালিতে রাঙিয়ে,
আলোক ময় গোলক ধাঁধায়
হয়তো গেছি হারিয়ে।
যখন আমি নিভে যাব
জনাকীর্ণ নিস্তব্ধতায়,
স্মৃতির দুয়ার খুলে দেখো
হয়তো মনে পড়বে আমায়।
আঁধার যখন ভক্ষণ করবে
মনের চাতক পাখি কে,
আমি শামুকের মতো গুটিয়ে যাব
তুমি ভুলে যাবে কি আমাকে?
হয়তো সেদিন আমার চোখে
থাকবে চিরো নিকষ অন্ধকার,
সবার চোখে থাকবে জল
পারলে তুমি এসো একবার।।