ধূসর রং বিবর্ণ তাতে সবুজ প্রেমের রং ঢেলে,
দেখনা কেমন নতুন হয়েছি, দেখনা আবার চোখ মেলে৷
মনের টানেতে টেনে এনেছি পিছনে ফেলে আসা দিন,
তুই সেই তুই - আমি সেই আমি হলো এই বার রসায়ন মিল৷
মন সবি জানে বোঝে তার মানে খুঁজে নিল নিজেকে আবার,
এই বসন্ত, আজ বসন্ত, এসেছে বসন্ত, আসবে বারবার৷
মন আজ বেহিসাবী জানি তুই আজ নিজেকে হারাবি,
খুঁজে খুঁজে আবার মনের চোরা গলি দিয়ে পালাবি৷
কত দূরে দূরে থেকেছি যে সরে, অবশেষে হয়েগেছি তার,
তবু ভালবাসা বেঁচে থাকে মনে, জীবন কে করে একাকার ৷৷