সুখের পায়রা সুখে থাকে
      দুঃখের সময় থাকে কে?
সুখ ফুরালে পালায় সবে
      দুঃখ কেন সইবে!
সুখের আশায় ছুটছে সবাই
      কেউ জানেনা সুখ যে কোথায়,
একটু খানি সুখ খুঁজি তাই
      নইলে বুঝি জীবন বৃথাই।
আজ হাতের মুঠোয় সব পাওয়া যায়
      এক মুঠো সুখ যদি চাওয়া যায়,
অ্যাসিড আকাশ দুঃখে ভরা
       টাকা ছাড়া সুখ অধরা।
যদি টাকা দিয়ে সুখ কে কিনিস
       সুখ পাবি না তবুও জানিস,
তাই কোথায় খুঁজিস সুখের বিধু
       মন যে হলো সুখের সিন্ধু।।