জানিনা, মনের নির্বাক কথা গুলো কখন যে কবিতা হয়ে উঠল!
তোমার মুখে আমার নামের ডাকটা আমি খুব মিস করি।
ওটা যে আমাকে অন্তর বিদীর্ণ করে দিত,
আজও আমি অন্যমনস্ক হই,
আজও আমি ওই মিষ্টি ডাক শুনতে পাই।
আজও মনে হয় ওই ডাকটা বাতাসে ভেসে আসছে,
এমন ভাবে মনযে আর কারো ডাকে চঞ্চল হয়না।  
ঘুমিয়ে স্বপ্নের মধ্যেও তোমার ডাকই শুনতে পাই।
মন উদ্বেলিত অশান্ত হয়ে ঘুম ভেঙে যায়।
দেখি ঘর্মাক্ত নোনা জলে বালিশ ভিজে গেছে,
এমন অন্তর থেকে ভালো বাসার ডাক
তেমন করে আমায় আর কেউ ডাকে নি।