(কবিতা টি বাংলার দোল উৎসব এর সময় লেখা 📝)


আকাশে আজ লাল হলুদের বাহার,
শুধাই তোমায়, নাম জান কি তার?
আজ আমাদের সকলের ঘরে বসন্ত,
বাতাসে শুধুই যে পলাশের সুগন্ধ ৷
মনে মনে আজ নবীন প্রেমের কল্পনা,
ফুলের পাপড়িতে রঙ বে রঙের আল্পনা ৷
এসেছে দোল; রঙের উৎসব আবার,
আবীর মেখে কোমরের দোলা লেগেছে সবার।
রংধনুতে রাঙিয়ে দিয়ে মন যে হলো উতল,
রঙ বে রঙের আবীরে আজ বাজছে  মাদল।
শিমূল, পলাশ কৃষ্ণচূড়ায় ভালোবাসার আগুন তোল,
পূর্ণিমার আজ আলোক ছটায় খুশির বানে দুঃখ ভোল ৷৷