মাঝে মাঝে আমি ভাবি
আর বিস্মিত হই,
এ ভুবনে কেমন অন্ধকার
এখানে প্রাণ নেই।
তোমার সন্দিগ্ধ নয়নের ফাঁকে
যখন আকাশ দেখি,
নিঃসঙ্গ শুকতারার যন্ত্রণা গুলো
চিত্ত মাঝে ঢাকি।
প্রেমিকার এলোমেলো রুক্ষ চুলে
অনুভূত কামুকতা,
পেলব বাতাসে মনে জাগে
ছন্নছাড়া মাদকতা।
আগুন ঝরা ফাগুন মাসে
রঙিন স্বপ্নের ভীড়,
কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায়
ব্যাকুল করেছে তীর।
হঠাৎই মেঘলা আকাশে বৃষ্টির ফোঁটায়
ঘোষিত নিঃসঙ্গ অধ্যায়,
অবলা অভিমানি ইচ্ছে ঘুড়ি টা
দিয়েছে পাড়ি কোথায়।
নিস্তব্ধ পথের কিনারে দাঁড়িয়ে
স্মৃতির জাবর কাটা,
নিশাচর পাখি হয়ে আমি
স্মরণ করি সেটা।।