আমি সাধারণ বৃত্তের গণ্ডিতে
ঘুরে মরি তোর উদ্দেশ্যে,
তুই থাক না তোর মতো
তাতে আমার কি যায় আসে।
তোর দেওয়া ভালোবাসার চিহ্ন
একটা চুমু রাখা আছে গালে,
বিছানায় শুয়ে বয়স বেড়েছে
ভালোবাসা একটুও যায়নি চলে।
তোর নখের সূচাগ্রের আঁচড়
লেগে আছে মোর বুকে,
বাঁকা ঠোঁটের নোনতা স্বাদ
ফুটে আছে সিক্ত চিবুকে।
আমার মনের সব অলি-গলিতে
তোর আদর ভরা আলিঙ্গন,
একটা স্বাদ জিভের ডগায়
ভেসে ওঠে স্বচ্ছ চোখে প্রতিক্ষন।
জীবনের শেষ প্রান্তে এসে
মরণ হবার একটু আগে,
স্মৃতি গুলো মনে যদি পড়ে
দেখিস কষ্ট পেতে কেমন লাগে।।