ওই মনের মানুষকে -
তুমি বুঝি খোঁজো আজও?
জানিনা মন যে বলে তুমি খোঁজো।
যদি তুমি খোঁজো প্রতিদিন আমায় আনমনে,
তবে সামনে পিছনে হেথায় হোথায় খোঁজো কেমনে?
কেন তুমি উন্মাদের মতো আকাশ বাতাস খুঁজে ফেরো?
এদিক ওদিক দিক বিদিক শুধুই যে তুমি খুঁজে মরো।
খুঁজতে হলে আমায় খোঁজো তোমার অন্তরে,
আছি দেখ তোমার মনের মাঝারে।
তাই বলি বিশ্বব্রহ্মাণ্ড না খুঁজে,
খোঁজো মনের ভাঁজে।।