যদি অন্ধ কারে হাঁটো একা,
       তবে তোমার সঙ্গী হয়ে দেবো দেখা।
যদি স্বপ্ন দেখো মধ্যরাতে,
       তবে থাকবো আমি তোমার অন্তরে।
যদি পথ চলো তপ্ত রোদে,
       তবে ছায়া হবো তোমার পাশে।
যদি মেঘ হও নীল নীলিমার মাঝে,
  তবে শুভ্র বলাকা হয়ে উড়বো আকাশে।
যদি হারিয়ে যাও মরুর মাঝে,
       তবে মরীচিকা হয়ে থাকবো সাথে।
যদি ফুল হয়ে ফোটো বনে বনে,
       তবে তোমার সুবাস নেব ঘ্রাণে।
যদি হও আকাশের শুকতারা,
       তবে মাঝি হয়ে দেখবো ভোরবেলা।
যদি হও ভোরের শিশির বিন্দু,
       তবে আমি তোমারই হবো সিন্ধু।।