মোর শুভ্র জীবনে প্রেয়সীর দিনলিপি
স্মৃতি মন্থনে জাগ্রত,
শোনা যায় হৃৎস্পন্দনের বিরামহীন
ব্যথিত আর্তনাদ চিত্ত।
একাকীত্ব জীবন রক্ত মাংসের দেহটাকে
কুড়ে কুড়ে খায়,
আষাঢ়ী বাদলায় খন্ড খন্ড মেঘ পুঞ্জ
দু-চোখে ঝরে যায়।
তাই ভালোবাসার আগুনে মন পুড়ে
উষ্ণতার পারদ উঠেছে,
জীবনের অতৃপ্ত প্রেম অন্তর জ্বালায়
বিরহী আত্মা হয়েছে।
লেখা থাকবে সেই অসমাপ্ত প্রেম কাব্য
ডায়েরির শেষ পাতায়,
প্রিয়তমা সুখে থেকো ভালো থেকো
মুক্ত জীবন ধারায়।।