অভিশপ্ত পৃথিবীতে বয়ে চলে
জীবনের দূষিত শ্বাস,
অভিমানি মনে বাঁধা থাকে
সুপ্ত প্রাণের উচ্ছ্বাস।


আলো আঁধারের ভ্রূকুটি থেকে
ছিন্ন অদৃশ্য বন্ধন,
সুনীল সমুদ্রে ভেসে আসে
নিঃসঙ্গ নিবিড় ক্রন্দন।


স্বপ্ন গুলো জট পাকিয়ে
ইচ্ছের ভিড়ে নিখোঁজ,
একলা আকাশের ঠিকানায়
মন হারায় রোজ।


মায়াবী চাঁদ লুকিয়ে থাকে
নির্ঘুম রাতের আকাশে,
রক্তিম ভোর উদ্ভাসিত হয়
সোনালী কেশের আবেশে।


চলে গেছো অজানা ঠিকানায়
ফেরার কি নেই উপায়?
জানি না; ভাবছ কি তুমি
থাকব তোমার অপেক্ষায়।।