ভোরের সোনালী আলোয় মনটা ছিল ভারি বিষন্ন,
খুঁজতে গিয়ে বেরুল কয়েকটি ছবি তোমারই জন্য।
সেই ছবিটা প্রথম দিনের জাতীয় মহাসড়কের ধারে,
লাজুক চোখে তরুলতা ছায়ে, তোমার কি মনে পড়ে?
অন্যটা মেঠো খালের ধারে দুজনে একা বসে সাথে,
নির্মল বাতাসে সন্ধ্যা রাতে হাতে হাত রেখে নির্জন পথে।
আর একটাতে দেখি মাঠের ধারে কৃষ্ণচূড়া গাছের নিচে,
তপ্ত দুপুরে সবুজ ক্ষেত আর বাঁকা রাস্তা গেছে পিছে।
রয়েছে আরও কটা গোপন ছবি তোমার দেওয়া সবই ,
কোমল প্রেমের স্পর্শ লেগে আছে তাতে আজ অবধি।
আজ কি তারা রঙবে রঙের ফ্রেমে বন্দি শুধুই ছবি?
স্বপ্ন স্মৃতির ভিড়ে উদাস মনে তোমার কথাই ভাবি।
তোমায় দেখে হারিয়ে গেল সুক্ষ মন যে আমার,
ছবির ক্যানভাসে হয়েছে জীবন্ত, অতীত টা আবার।।