বসন্তের নরম ওম ভরা ভোরে
       কোকিলের মিষ্টি কুহু তানে,
ভাবিনি কখনো থাকতে হবে জীবনে
       তোমায় ছাড়া শূন্য এ মনে।
দক্ষিণা সমীরণে উদাসী মনের কোনে
        ক্ষত বিক্ষত দাগের চিহ্ন,
চোরা বালিতে শুকনো সাগর তটে
         হৃদয় হয়েছে ছিন্ন ভিন্ন।
কলমের কালিতে লিখে রাখা বিশ্বাস
          হয়েছে ভালোবাসার নগ্ন ইতিহাস,
তুমি হয়েছ আজ ভ্যাপসা দুপুরে
          ফোস্কা ধরা জীবনের পরিহাস।
হয়তো এই সবই আমার বিলাপ
          কেন তুমি কথা রাখনি?
একটা উত্তরের অপেক্ষায় গুনেছি প্রহর
           তুমি কি সত্যি ভালোবাসনি?।