ভব সংসারে আসা যাওয়া
দিন কয়েকের পুতুল খেলা,
ছোট বড় আমরা সবাই
বিধাতার কাছে অবলা।


সবারই জানা শেষ গন্তব্য
জীবন সত্ত্বার ওপারে,
কেউ গোরে কেউ শ্মশানে
আগে পরে যাবরে।


চার দিনের এই সংসারেতে
মিছেই করিস মান অভিমান,
দুটি চোখ বুজলে পরে
রইবে তোর সাধের বাগান।


একদিন তোর মিশে যাবে
এই পঞ্চভুতের দেহ খানি,
নস্যাৎ হবে অর্জিত সবই
যতই হোস জ্ঞানী গুণী।


যেদিন শুবি চির ঘুমে
নেবে সবাই কাঁধে তুলে,
কয়েক দিনের কান্না কাটি
তবুও সবাই যাবে ভুলে।


যাকে তুই আপন ভাবিস
ছাড়তে তোকে তাকেও হবে,
এই বিধাতার বাঁধন ছিঁড়ে
কীর্তি টুকুই রয়ে যাবে।


এটাই বিধির খেলারে মন
আমরা শুধুই খেলছি রোজ,
খেলার শেষে আত্মা হবে
জীবন নীতির মানেটা বোঝ।।