আজ আকাশ টা বড্ড মেঘলা,
নিত্য জীবন চলছিল বেশ একলা।
যে ঝড় উঠেছিল মরুভূমির বালিয়াড়ি তে,
দুঃখ গুলো ঠেকেছে সমুদ্রের অতলান্তে।
চারিদিকে আজ শুধু নিকষ কালো অন্ধকার,
স্বাক্ষী শুধু ঐ সুউচ্চ কলঙ্কিত চাঁদের পাহাড়।
ঝড়ের দাপটে ছিঁড়ে গেছে সব বাবুই এর নীড়,
পচে গলে দলা পাকিয়ে রয়েছে অবনত শির।
দুর্লভ জীবনের অংক টা রইল অসমাপ্ত,
শুধু একটি প্রশ্নের সোজা উত্তরই ছিল পর্যাপ্ত।
তুমি কি আমায় ভালোবাসনি?
না-টা, এত দিন তবে কেন বলনি?
বৃষ্টির প্লাবনে ভিজে শরীর হয়েছে শান্ত,
মনের ভিতর টা তবুও উদ্বিগ্ন অশান্ত।
রাতের আকাশ থেকে যে ভাবে ঝরে উল্কারা,
এ জীবন আজ পথভ্রষ্ট, উদ্দেশ্য হীন, অধরা।
দৃষ্টির প্রেক্ষাপটে ফুটেওঠে হারিয়ে যাওয়া অতীত,
স্মৃতি গুলো তাই জীবন পথের হয়েছে বিপরীত।
নিশাচর পাখি যেমন ভোরের আলোয় হারিয়ে যায়,
ভালোবাসা টাও শুধু কবিতার পাতায় রয়ে যায়।।