সমুদ্র তটে ফেনিল জলরাশির ভাঁজে
খুঁজে বেড়াই কবিতা,
নীল আকাশের কিনারায় উপলব্ধি করি
ভালোবাসার রং টা।
কলমের কালিতে তোমাতেই নিমজ্জিত
খুঁজি জীবনের মানে,
বিশাল সাগরের বিষাদ মাখা মোহনায়
শুধু মোহের জট বনে।
মাঝে কিছু সম্পর্কের বেড়া জালে
রয়ে যায় তিক্ত কল্পনা,
একদিন গোধূলির সন্ধিক্ষণে হয়তো
মুছে যাবে সব যন্ত্রণা।
সময় চলে যায় বাড়তে থাকে বয়স
এখন ভাবনায় তুমি রোজ,
জটিল ব্যাধির প্রশ্ন চিহ্ন উঁকি মারে
তবু নেই কারো খোঁজ।।