ওই প্রেম জীবিত শিখা,
আজ সুধু উজ্জীবিত ক্ষত রেখা৷
তার গভীরতম কেন্দ্রে আমার প্রাণ!
তুমি কি আমার সেই অধরা স্নান?
শুধু তুমি যদি চাও হিসাব,
এই মিষ্টি এনকাউন্টার তার জবাব!
ওই দন্ত দ্বারা দহন ছিল নরম!
সে তো তোমার করুণাময় কালশিটে গরম ৷
ওই নরম হাত! ওই উপাদেয় স্পর্শ!
সে যেন অনন্ত জীবন সলিলে মুমুর্শ ৷
ওই তুমিইতো সেই  আগুনের আলো,
আমার ইন্দ্রিয় করে ছিলে মুগ্ধ ভালো ৷
ভালবাসা যে অন্ধকার এবং অন্ধ ছিল,
তাইতো অপরিচিত কে পরিচিত করে দিল ৷৷