তুমি আমার কাছে কেন বেদনা হয়ে আস?
হৃদয়ের স্পন্দন তুমি কখনও বোঝনি তো।
তুমি তো অনেক দিন আমার সাথে বলনি কথা,
তবে কেন অনুভূত হয় কর্ণকুহরে তোমার গলা?
আশ্চর্য শুধু এটাই, কল্পনায় আমি হয়েছি অভ্যস্ত,
উদ্দেশ্য হীন ক্ষতের চিহ্ন গুলোই থাকবে অব্যক্ত।
প্রশ্ন একটাই, কবি কার বিরহে ধরেছ কলম?
যে তপ্ত লাভায় দগ্ধ করেছে তোমার শূন্য হৃদয়!
মিথ্যা প্রতিশ্রুতি গুলো দগ্ধে দগ্ধে অন্তরে মরছে,
বিশ্বাসের অমর্যাদায় ছলনাময় অভিনয় শুধু করেছে।
অঙ্গীকারের চাদরে মোড়া থাকে যে স্বপ্ন ভালোবাসায় ,
নির্ঘুম মায়া জালে মুক্ত সে প্রেম অস্তিত্বহীন পিপাসায়।।