কয়েকটা শব্দ চয়ণে যেমন
একটা কবিতা হয় না,
তেমন কয়েক জন মানুষ নিয়ে
একটা জীবন হয় না।
একটা কবিতা লিখতে লাগে
ছন্দোবদ্ধ কয়েকটা শব্দ,
জীবনে দরকার একজন মানুষ
যার সঙ্গে হৃদয় যুক্ত।


মন একবার হারালে, তাকে -
আর পাওয়া যায় না,
তেমনি মনের মানুষ চলে গেলে
জীবন পূর্ণ হয় না।
তাই মনকে ধরতে হয়
হৃদয়ে শক্ত করে,
মনের মানুষকে বাঁধতে হয়
ভালোবাসার চাদরে।


রঙিন ফুল ফোটে সুবাসিত
গন্ধ বিলানোর জন্যে,
প্রতিদিন সূর্য আকাশে ওঠে
অন্ধকার মোছার জন্যে।
ফুলও একদিন নিঃশেষ হয়ে
সৌরভ হারায়,
মানুষের অবিচ্ছেদ্য জীবনেরও
একদিন মৃত্যু হয়,
কিন্তু ভালোবাসা সূর্যের মতো
চিরস্থায়ী হয়।।