জেগে উঠেছে  হিমেল বাতাস
অসীম স্নিগ্ধতার ভোরে,
ঘাসের ডগায় জমেছে শিশির
প্রকৃতি নতুন করে।
দিঘির জলে ফুটেছে পদ্ম
গোলাপি রঙের শোভা,
কাশের বনে লেগেছে দোলা
শুভ্র মলিন আভা।
মৃদু ছন্দে চলার শব্দ
চেনা আগমনী সুর,
উমা আসছে সবার মাঝে
কোটি আলোকবর্ষ দূর।
নীল আকাশে সাদা ভেলায়
ঢাক  কাঁসরের শব্দ,
মায়ের আশীষ লাগবে প্রাণে
অশুভ শক্তি বদ্ধ।
আকাশ  বাতাস চঞ্চল প্রকৃতি
অন্য এক সাজে,
নতুন পোশাকে সাজবো  আবার
আনন্দ সবার মাঝে।
আমার প্রিয়া পড়বে শাড়ি
চুলগুলো সব ছেড়ে,
লুকানো স্মৃতি পড়বে মনে
কিছু মুহূর্ত ধরে।
মায়ের সাথে কয়েকটা দিন
কাটবে আনন্দ করে,
অনেক গল্প কথা বলবো মাগো
যা আছে মনের ভিতরে।
যাবে সময় ফুরাবে বেলা
আসবে বিদায় বেলা,
শেষ কথাটা বলতে গিয়েও
হয়তো হবে না বলা।
বিদায় সাজে সাজবে তুমি
সিঁদুর খেলা খেলে,
আলোক মুহূর্তগুলো পড়বে মনে
যেওনা আমাদের ভুলে।।