ওই কথায় আছে এটা নাকি,
মানুষ আজ মরলে কাল দুদিন,
তাই চোখের আড়াল হলে বুঝি,
আমরা মনের আড়াল খুঁজি।
            মানুষ হারিয়ে গেলে পরে,
            কেউ মনে রাখেনা তারে,
            যতই সে হোক কারো আপন জন,
            স্বার্থের এই পৃথিবীতে কেউ বোঝেনা মন।
একদিন তো সবার হবে মরণ,
মিছেই আমার ভাবিস কেন মন,
এখানে কেহ রবে নাকো চিরদিন,
সকলকেই যেতে হবে একদিন।
            শ্মশান তোকে যেদিন ডাকবে এমন,
            শান্তিতে তোর হবে সেদিন মরণ,
       আত্মীয় স্বজন পরিবার পরিজন সবি মায়াময়,
            ভবের এই সংসারে দুদিনের পরিচয়।
মায়ার মোহে ছিল যে বাঁধন,
ছিন্ন হবে সবি আত্মা হবে যখন,
ভুলতে তোমায় হবেই তাকে তখন,
আর যে সে নেই পৃথিবীতে এখন।
            তবুও কি ভোলা যায় মায়ার এ বন্ধন,
            রেখে যায় শুধু বুক ভরা ক্রন্দন।।