হাজার কবিতা লেখার পরও কই তুই তো
আমার সামনে এসে দাঁড়ালি না?
জানি আজ আর আমার সাথে তুই কথা বলবি না, হয়তো হয়েছে অভিমান!
মনের অভিব্যক্তি গুলো সময়ের সাথে ঠিকানা খুঁজে চলে,
হ্যাঁ হৃদয়ের নরম ঠিকানা, একলা নিরাকারের হাহাকার।
নরম চাদরে মোড়া বুকের গভীরের ক্ষত গুলো যন্ত্রণা দায়ক।
পড়ন্ত বিকেলে ঐ কৃষ্ণচুড়া গাছটার নীচে একলা দাঁড়াব
আর হাত বাড়িয়ে জড়িয়ে ধরবো আকাশ টাকে,
একান্ত আমার স্বপ্নের রামধনু আঁকা আকাশ টাকে।
আর মন থেকে সরিয়ে দেবো আমার ভুল গুলোকে।
তুলে রাখবো তোর অভিমান গুলো অপরাহ্নের শেষ রোদে।
স্মৃতির ক্যানভাসে জমা মুহূর্ত গুলো ভুলকরে হয়তো বেড়িয়ে আসবে।
চঞ্চল হৃদয়ে আরও বেশি করে ধরা দিবি তুই।
আমার নিঃশ্বাসে আজ তোকে ছুঁয়ে থাকার দিন যাপন,
স্মৃতিগুলো আরও বেশি করে আদুরে মনে হয়।
আজ সবি বিলাপ নিজের মনে কথা বলা, নিজের মাঝেই থাকা।।