শরৎ মানে ভোরবেলা তে
       শিউলি ফুলের সুবাস।
শরৎ মানে বিস্তীর্ণ মাঠে
       শুভ্র ফোটা কাশ।
শরৎ মানে নীল আকাশে
       সাদা মেঘের সারি।
শরৎ মানে লম্বা ছুটি
       সবাই ফেরে বাড়ি।
শরৎ মানে আগমনির সুর
       হারানো মনে বাজে।
শরৎ মানে একটু বিরাম
       মন লাগে না কাজে।
শরৎ মানে শাপলা, নয়ন তারা
       ফুলের যত বাহার।
শরৎ মানে মা আসছে
       আনন্দ মনে সবার।
শরৎ মানে ভোরবেলা তে
       শিশির ভেজা ঘাস।
শরৎ মানে হারিয়ে যাওয়া
       প্রেমের আশ্বাস।
শরৎ মানে শুধু চোখেরবালির
       সাথে ওঠা বসা,
শরৎ মানে একটু প্রেম
       পুরনো ভালোবাসা।
শরৎ মানে ঢাকের তালে
       একটু কোমর দোলা,
শরৎ মানে নতুন সাজে
       বন্ধুর সাথে চলা।
শরৎ মানে সকাল বেলা
       মুরি মুরকি নাড়ু,
শরৎ মানে উত্তরে বাতাস
       মনে মন দেওয়া শুরু।।