বিষন্ন মনে ধূসর বাতাসে
স্মৃতি ঘিরে আছে,
নীল সাজানো আকাশ ছুঁয়ে
পথটা মিশে গেছে।
বীথির তলে শান্ত ছাওয়ায়
হারিয়ে যাওয়া দিন,
বুকের খাঁজে একটা ক্ষত
আজও রয়েছে মলিন।
মনে পড়ে সোনালী প্রহর
ফেলে আসা পথ.
অজস্র বাধা নিমেষে ছাড়িয়ে
করেছিলে লজ্জিত শপথ।
আজ বৈশাখের সবুজ ছায়াপথে
অবাক বিস্ময়ে দেখি,
এক পলকে জীবন আমার
হয়েছে বিবর্ণ একি।
পড়ে থাকা ঝরা পাতার মতো
চেয়ে থাকে যে নয়ন,
ছায়াময় মননে সুনিবিড় বিস্ময়ে
স্মৃতিময় দ্বিতীয় জীবন।।