আকাশের মেঘ হারায় বাতাসে
সবাই তো জানে,
চোখের আড়াল হলে বুঝি
হারায় কি মনে?
পূর্ণিমার কলঙ্কিত জোছনার আলোকে
সব মুছে যায়,
একাকী ব্যথার ব্যাকুলতায় নীরব
রাত শেষ হয়।
নির্ঘুম রাতের বিশ্বাস টুকুই
ক্লান্ত শরীরে বেঁচে থাকে,
মরচে ধরা কবিতা গুলো
হাত ছানিতে ডাকে।
মরণ এলে মরতে হবে
ভালোবাসা অমর হবে,
টুকরো সব হাজার স্মৃতি
নোনা কান্নায় রবে।
তবুও তোমায় খুঁজি স্বপ্নালোকে
আঁধারের হাতছানি তে,
একাকী নিঃসঙ্গ রাতের চাদরে
হারাতে চাই তোমাতে।।