জীবনের স্বপ্নগুলো আজ রঙিন কান্নার নীড়ে,
হাসি গুলো লুকিয়ে থাকে নির্ঘুম রাতের বালিশে।
বিছানার চাদরে লেগে আছে কত অব্যক্ত কথা,
সুখ গুলো স্মৃতি হয়ে জমেছে দুঃখের আবেশে।
পড়ন্ত বিকেলে পশ্চিমের রোদে,
শুধু জমে থাকে একটু ভালোবাসা।
শিশির ভেজা ভোরে আবার নতুন সূর্য উঠবে,
শূন্য হৃদয়ে থাকবে বিন্দু বিন্দু সঞ্চিত আশা।
আঁধারের বক্ষ চিড়ে কবে ঘুচবে অভিশপ্ত পুরাতন?
সূচনা হবে নির্মল সুন্দর শান্ত এক সোনালী সকাল।
মন শুধু মনের কোনেই থেকে যায়, হয় না কিছু বলা;
দিনের শেষে চির আঁধারে ঘোষিত হয় পরকাল।
সেই যে আকাশ, সেই যে বাতাস একই চন্দ্রকলা,
মূল্যহীন বিষাক্ত প্রেমই শুধু হয়ে যায় ইতিহাস।
বিশ্বাস অবিশ্বাস এর কাঠগড়ায় মনুষ্যত্ব ফুরালে,
চিরন্তন সত্য মৃত্যু তখন হয়ে যায় পরিহাস।।