কখনো রাত ও ভোরের সন্ধিক্ষণে জমা
পাতার উপর আলতো শিশির টা-
কেমন ভাবে নিঃশব্দে সকলের অলক্ষ্যে
কুয়াশা হয় দেখেছো সেটা?
বিশ্বাস করো আমি সেই অনুপলে
দাঁড়িয়ে তোমায় ভালবেসেছি,
কিন্তু তোমার মন দূষণে ভরা
তাই নিঃস্বার্থ সম্পর্কটা হারিয়েছি।
চৌকাঠে দাঁড়িয়ে ধূসর বিস্মিত নয়নে
দেখেছি কুয়াশা কে মিলিয়ে যেতে,
প্রতিবাদ করিনি আমি কোন দিন
যেওনা বলে ধরে রাখতে।
নিভৃতে অপেক্ষা করেছি শুধু প্রতিদিন
জমে উঠেছে বেদনার স্মৃতি,
তবুও মনের আশা যায়নি ফুরিয়ে
থাকবে অন্তরে চিরদিন।।