উরুউরু শ্বেতশুভ্র কাশের বনে,
লুকোচুরি চোখেরবালির সনে।
খালের পাড়ে ছিল মোন ভোলানো খেলা,
মন ফড়িঙয়ের রঙিন ডানায় সারাবেলা।
সবুজ ধানের শীষে আনাগোনা,
সাদা বকের সাথে স্বপ্ন বোনা।
নীল পাহাড়ে মন যে ডানা হারিয়েছে,
উদাস মনে উড়তে সে যে ভুলেই গেছে।
বকের সারি আজও আছে,
কচি সবুজ ধানের গোছে।
কাশের বনে বৃথাই ঢেউয়ের দোলা,
আজও খুঁজি সে মন আপনভোলা।