(সম্প্রতি কোলকাতার বুকে ঘটে যাওয়া এক স্কুলের ঘটনা কে কেন্দ্র করে লেখা)


সভ্য নাগরিক গড়ার মঞ্চ গুলোতে
        যারা দেয় শিক্ষার আলো,
শিক্ষার গোচরে সহজ পাঠের আড়ালে
        সমাজটাকে তারাই করছে কালো!


সমাজের বুকে কে জানে
         কি আছে কার মনে,
মুখোশের আড়ালে লুকিয়ে শিক্ষক
        এই কি শিক্ষকতার মানে?


ঘুম ভাঙা সোনালী প্রভাতে
         পাখির কিচিরমিচির শব্দ,
ফুটফুটে শিশুদের জ্ঞানের আলো
         স্কুল চত্বরে সীমাবদ্ধ।


ধ্রুপদী শিক্ষায় মানুষ আজ
            চরম অধঃপতন এর দিকে,
সভ্যের নামে নির্লজ্জ বর্বরতা
           চলছে দিকে দিকে।


চার বছরের শিশু কন্যাও
          যৌন নির্যাতনে ছাড় পায় না,
পিঠ বাঁচাতে স্কুল কি করে বলে  
           এটা কর্তৃপক্ষের দায় না?


হায়রে ! ধিক্কার ঘেন্না হয় তোমাদের
         পশু না মানুষ বলে,
নগ্ন মানবতা কাম চারিতার কলঙ্ক
         লেপেদিলে নিজ জাতির গলে?


সহজ ভাবে বলতে গেলে
          এটাই যে বলতে হচ্ছে,
পড়াশোনার নেই যে বালাই
          তবে স্কুল কি শিক্ষা দিচ্ছে?


মা বাবারা আজ ভীত ত্রস্ত
          স্কুলে পাঠাতে মেয়ে,
কামের ফাঁদ গুলো বাড়ছে বেশি
           সহজ পাঠের চেয়ে।


একটা মশাল একটা জন আগুন
          একটা এমন বিচার চাই,
কোনো দিন ভুলেও বিকৃত কাম মানুষ
          এমন সাহস যেন না পায় ।।