শান্ত স্নিগ্ধ কাক ডাকা রক্তিম ভোরে
কামনা বাসনার জন্ম-মৃত্যু একাকার,
আশা প্রবাহিণীতে ভেসে ছিল জীবন খেয়া
স্বপ্নেরা বুনে ছিল জাল শুধু ভালোবাসার।
আজ চোখের কোনে জমেছে দুঃখের কালি
মনের জানালায় রয়েছে স্পষ্ট বেদনার ছাপ,
নীল তরঙ্গে ভেসে গেছে যে কোমল হৃদয়
জমানো কষ্টের হয় কি কোনো পরিমাপ?
জীবনের ঘড়ি টা হয় হঠাৎই স্তব্ধ রুদ্ধ গতিহীন
মা যে বসে কাঁদে একফালি চাঁদকে বুকে ধরে ,
সাজানো ছন্দোবদ্ধ জীবনের ছেঁড়া সূক্ষ্ম সুতোয়
জাগরূক ইচ্ছা গুলো মোরা থাকে ক্ষতের চাদরে।।