মাগো মা বলছি শোনো হাসি হাসি,
আমি যে তোমায় বড্ড ভালোবাসি।
ছিলাম তোমারি অঙ্গে পুলকিত আঁধারে,
তুমি যে গর্ভধারিণী করেছ লালন ধরেছো জঠরে।
যেদিন এই পৃথিবীর আলো দেখেছিলাম আমি,
শত দুঃখ কষ্ট থেকে আগলে রেখেছিলে তুমি।
তোমার মুখে শোনা আমার রূপকথার গল্প,
আজও তোমার স্নেহ মায়া হয়নি একটুও অল্প।
বাল্যকালে তোমার শাসন আদর ছিল মিষ্টি,
আমার মুখের ভাষা যে তোমারি সৃষ্টি।
তোমার  আদর্শে অনুপ্রাণিত আমি,
জড়িয়ে রেখেছ যে মায়ার আঁচলে তুমি।
আমার স্বর্গ নরক সবই যে তোমার চরণে,
তোমার হয়েই থাকব আমি এই ভুবনে।।