'বাবা', নামের মধ্যে লুকিয়ে আছে সব আবদার,
থাকলে সাথে উৎরে যাবে সব ভয় পারাপার।
বাবা হলেন সমাজে একজন আদর্শ পুরুষ,
পরিবারের দায়িত্ব মাথায় নিয়ে মুখ্য মানুষ।
বাবার মুখে গল্প কথায় ঘুম আসে রোজ রাত্রে,
একটু পিঠ চুলকানি আর হাল্কা টিপুনি গাত্রে।
আদর করে 'বাপি' বলে ডাকি তোমায় মন থেকে,
তোমায় যে বড্ড ভালোবাসি বলছি অন্তর থেকে।
সন্তানদের চাহিদা পুরনে হওনা কভু ক্ষান্ত,
নিজের শত দুঃখ কষ্ট বুকে রেখে থাকো শান্ত।
সংসারে, মুখে অন্ন তুলে দিতে থাকো সদা ব্যস্ত,
দিবা রাত্রি পরিশ্রমে নিজেকে করে থাকো অভ্যস্ত।
চাওয়ার আগে সবকিছু যুগিয়ে দাও যেমন,
অসুখ বিসুখে সঙ্গে থেকে রাত্রিও জাগো তেমন।
ছোট বেলায় হাঁটতে শিখেছি তোমার হাত ধরে,
আজও ফিরতে দেরি হলে দাঁড়াও রাস্তার মোড়ে।
ধরণীর বুকে এই ব্যক্তিকে প্রণাম করি সদা,
তিনি যে সকলেরই প্রিয় মানুষ আমার বাবা।
বিপথে চালিত হলে দাওযে তুমি আলোর দিশা,
তোমার পিতৃ পরিচয়ে পেয়েছি আমি ভালোবাসা।
আমার বাবা শান্ত রাগহীন নেই ঈর্ষার বালাই,
চাকরি করে যা পায় ভালো মতো দিন চলে যায়।
অফিস কাছারি তেও তুমি ছিলে একনিষ্ঠ কর্মী,
জীবন কর্ম পথে পেয়েছো উপযুক্ত নানান সহকর্মী।
আমার জন্য বাবার অনেক আশা কি করে পূরণ হয়!
কাব্য লিখে রাখি ধরে বাবার এই অমূল্য পরিচয়।।