আস্থায়ী..
যদি আমাকে প্রশ্ন করো তুমি,
একটাই উত্তর দেব আমি।
সে ছিলো ভালোবাসা, সে ছিলো শুধুই ভালোবাসা ওহোহোহো...
যদি কিছু বলতে বলো তুমি,
একটাই কথা বলবো আমি।
সে ছিলো ভালোবাসা, সে ছিলো শুধুই ভালোবাসা ওহোহোহো...
সে ছিলো শুধুই ভালোবাসা ও হোহোহো....


অন্তরা...
শহরের মধ্যে অলিতে গলিতে খুঁজছো তাকে কোথায়,
সে যে মনের মধ্যে আছে অনুভবে দেখো সেথায়।
সে ছিলো আমার জীবনের আশা, জীবনের আশা,
সে ছিলো ভালোবাসা, সে ছিলো শুধুই ভালোবাসা।


সঞ্চারী...
কালো মেঘ এনে ছিলো বৈশাখী ঝড়, বৃষ্টি ছিলোনা তার মাঝে।
বৃষ্টি হীন মরু এজীবন আকাশের কাছে তৃষ্ণার বারি খোঁজে।


আভোগ...
হৃদয়ের মাঝে ভরে আছে যে সুর ব্যথায়,
চলতে চলতে থেমে যাবে বুঝি এজীবন অবেলায়।
সে ছিলো আমার অনেক ভরসা, অনেক ভরসা।
সে ছিলো ভালোবাসা, সে ছিলো শুধুই ভালোবাসা ।