শুধু আমার জন্যে তোমার মনে সময় নেই,
আমি সেই একই আছি তোমার জানা নেই।
বদলে গেছো তুমি হয়েছে আমূল পরিবর্তন,
আজ তোমার হৃদয়ে হয়েছি আমি প্রাক্তন।
সময় বয়ে যায় আপন গতি ধারায়,
মন আজ ব্যাকুল ভরেছে শূন্যতায়।
অন্ধকারে ছিলাম আমি আলোর দিশা তুমি,
প্রেমের অতলে তলিয়ে কোথায় গেলে তুমি?
যে ভালোবাসার আগুন জ্বালিয়েছিলে মনে,
অপরাধী করে কেন আমায় দংশিলে প্রানে?
দিগন্তের সন্ধানে আমি ছিলাম ক্লান্ত পথিক,
ছলনার হাসিতে ভালোবাসা কি ছিলো সঠিক?
প্রেমের পরশে উন্মাদনার স্বাদ নিয়েছিলে তুমি,
বলেছিলে প্রেম বিলাসিতা,এটা আমি কি করে মানি!
শুধু আমার জন্যে তোমার মনে সময় নেই,
আজ আমি রিক্ত শূন্য, তোমার জানা নেই।