অরুন আলোয় হঠাৎই দেখি তোর ভিডিও কল,
একবার বল না কি হয়েছে? একবার তুই বল?
এতো দিন পর তবে কি আমায় মনে পরেছে?
নাকি ভুল বসত তোর আঙুল টা পড়ে গেছে!
অভিমানি মন তোর কি মরুর তৃষা বোঝেনা?
যে জ্বালা বুকে রেখেছি তুই তো জানলি না!
নখের সুচাগ্র হিংস্রের মত ছিঁড়ে ছিল মোর শরীর,
রক্তাক্ত হয়েছিলাম আমি প্রেমের দংশনে তোর।
ঐ সব পুরনো স্মৃতি শুধু তাড়া করছে আমায়,
বলনা কি আছে মুক্তির উপায়, ভোলার উপায়?
তমসা ঘুচে গেলে নতুন আলোর দেখা মেলে,
মনের কোনে জমা দীনতা মুছে যাবে কি পেলে?
মনে পরে? সেই তোর সাথে তোলা আমার সেল্ফি,
এগুলো হয়েছে গল্প কথা নিত্য দিনের পান্ডুলিপি।
এখন শুধু রঙিন জলের দোলনা চড়ে দিন কাটে,
হয়তো তুই রয়েছিস সুখে অন্যের সাজানো খাটে !
সেই সেদিনের রিংটোন টা বাজে আতঙ্কের সাথে,
মন যে শুধুই ভেসে চলে দুঃখ ভরা জীবন রথে।
আজ কোথায় জীবন আটকে গেছে কড়িকাঠে,
প্রাণহীন পৃথিবীতে ঘুরে চলেছি অজানা বৃত্তপথে।
বিছানা টা আজও ভিজে থাকে নোনা ঘামের জলে,
তবে স্বপ্ন টা থাকে ভয়ানক বুঝতে পারি ঘুম ভাঙলে।