আস্থায়ী---
এক সন্ধ্যাতে হৃদয় রাঙানো নূপুর দিয়েছ যারে,
ঘোমটা আড়ালে কি ভালোবাসার আগুনে পোড়ালে তারে।
জীবনের মাঝে স্বপ্ন এসে ছুঁয়ে  গেলো,
এই মধ্য রাতে যখন বৃষ্টি নেমে এলো।


অন্তরা---
এ মায়াবী রাতে মেঘেদের সাথে এ মনের লুকো চুরি।
বিজলীর আলো তোমার চোখেতে তীক্ষ্ম প্রেমের ছুরি।
দেখেছি তোমার চোখের দৃষ্টি এলোমেলো,
এই মধ্য রাতে যখন বৃষ্টি নেমে এলো।


সঞ্চারী---
আমি বুঝিনি প্রেম বুঝিনি বিশাক্ত  ভালোবাসা।
দেখেছি সেই চোখে এই প্রেম আমার সর্বনাশা।


আভোগ---
সুখের ঠিকানা পেয়েছে নিশানা তোমার বুকেতে মিশে।
তৃষ্ণার্ত প্রেমে হৃদয় গেছে রেঙে মেঘলা রাতের শেষে।
অবুঝ হৃদয় শুধু উষ্ণতা টুকু পেলো,
এই মধ্য রাতে যখন বৃষ্টি নেমে এলো।


"" "" "" "" "" "" "" "" "" "" "" "" """"" "
আস্থায়ী---
এক সন্ধ্যাতে / হৃদয় রাঙানো / নূপুর দিয়েছ/ যারে,
ঘোমটা আড়ালে / কি ভালোবাসার / আগুনে পোড়ালে / তারে।
জীবনের মাঝে/  স্বপ্ন এসে/  ছুঁয়ে  গেলো,
এই মধ্য রাতে/ যখন বৃষ্টি / নেমে এলো।


অন্তরা---
এ মায়াবী রাতে / মেঘেদের সাথে /এ মনের লুকো / চুরি।
বিজলীর আলো / তোমার চোখেতে / তীক্ষ্ম প্রেমের / ছুরি।
দেখেছি তোমার/ চোখের দৃষ্টি / এলোমেলো,
এই মধ্য রাতে/ যখন বৃষ্টি / নেমে এলো।


সঞ্চারী---
আমি বুঝিনি প্রেম / বুঝিনি বিশাক্ত/ ভালোবাসা।
দেখেছি সেই চোখে / এই প্রেম আমার / সর্বনাশা।


আভোগ---
সুখের ঠিকানা / পেয়েছে নিশানা / তোমার বুকেতে/ মিশে।
তৃষ্ণার্ত প্রেমে / হৃদয় গেছে রেঙে / মেঘলা রাতের/ শেষে।
অবুঝ হৃদয় / শুধু উষ্ণতা / টুকু পেলো,
এই মধ্য রাতে/ যখন বৃষ্টি / নেমে এলো।