বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত
         এক অচেনা ক্লাব,
ভ্রাতৃত্বের বন্ধনে শতাব্দী প্রাচীন
         বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব।
সেখপুকুরের কিছু যুবক ছেলে
         সামাজিক দ্বায়িত্ব মাথায় নিয়ে
স্থাপন করেছিল এই ক্লাব
          শুভ বুদ্ধির সূর্যোদয়ে।
ক্লাবে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান
           বিভিন্ন পূজা পার্বণে,
২৫শে বৈশাখ থেকে স্বাধীনতা
         শুভাকাঙ্ক্ষী মানুষের সন্ধানে।
সবুজ মাঠে চলত খেলা
         সকাল বিকাল ধরে,
এই ক্লাবের সাথে অন্য ক্লাবের
         থাকত প্রতিযোগিতায় ভরে।
পড়ার ফাঁকে মনের হরষে
          বিনোদনের আড্ডাটা হতো বেশ,
আনন্দ হৈ হুল্লোড় এর সাথে
           থাকতো নৈশভোজ বিশেষ।
আজ ঘাসফড়িঙ মাঠফড়িঙের সাথে
            মাঠ জেগে বিকেলে,
মুঠোফোন আর কর্ম ব্যস্ততার দুনিয়ায়
            খেলাধুলা হয়েছে সেকেলে।
চারিদিকে চলছে রাজনীতি
            অপকর্মের নোংরা হাওয়া,
তবুও এ সংঘ পাইনি কোনো
            বদনাম আবর্জনার ছোঁয়া।
অনেক সদস্যরাই সঙ্গে ছিল
            অনেকেই আজ নেই,
বদলে গেছে ক্লাবের হাওয়া
            আড্ডাটা জমে সেই।
সেই ছোট বেলায় ফিরতে চাই
            ক্লাবের নানান খেলা,
লিখবো তোমায় নিয়ে কবিতা
            সময় হলে একবেলা।
বিবেকানন্দ সংঘ আমাদের সংঘ
           চাই স্থায়ী ঠিকানা,
এই সংঘের পরিচয় হোক
           নব শিশুদের প্রেরণা।
সদস্যরা এখনও আদর্শ নিয়ে
           রাখে মানবিকতার পরিচয়,
লক্ষ্য তাদের স্থির অবিচল
           আসবে একদিন জয়।
কেমন আছে সেই ক্লাব
           জানার ইচ্ছা তাই,
কিছু বিষয়ের ভাষা অপ্রয়োজনীয়
          মনকে অনুপ্রেরণা দেয়।।