গাড়ি থেকে নেমে দেখি তপ্ত দুপুরে,
উন্মত্ত বাতাসে সবকিছু যায় উড়ে।
অবুঝ মন অতিক্রম করতে চায়
আরো বেশি অধিকারের নেশায় ৷
আসবে কি ফিরে আবার হেথায়!
তুমি বলেছিলে অনেক কথা যেথায় ৷
ওই ...সেই চেতনায় দিয়ে পাড়ি..
হুম...অবচেতনের মৌন ধ্বনি ছাড়ি৷
এই উষ্ণতার প্রহরে যদি রাজী হও, ভালোবেসো তবে,
নোইলে শুধুই পড়ে রবে কিছু স্মৃতি মনের অন্তরালে৷৷