আমার কাগজের নৌকা খানি
         ভাসছে বিলের জলে,
ঢেউয়ের দোলায় দ্রুত ধায়
         লেগেছে হাওয়া পালে।
আকাশে ভাসে কত মেঘ
         আমারি নৌকার মতো,
তীরে তীরে বাঁধা পায়
         মন ছুটছে যত।
গোধূলির রঙে পুলকিত মনে
         নাড়া দিয়েছে হৃদয়,
শান্ত নয়নে স্বপ্ন চয়ণে
         হবে কি তুমি উদয়?
আজও আছি একা বসে
        কূল পানে চেয়ে,
নৌকাটা আমার ভিজবে ক্ষণিকে
        আসো যদি ধেয়ে।
পারো যদি ধরে রেখো
         দিকভ্রান্ত তরী খানি,
তোমার কোমল ছোঁয়া পেয়ে
         দিশা মিলবে জানি।।