বিষন্ন বিকেলে দিকভ্রান্ত প্রেমিকের চোখ
জীবনের পথে কিছু ভুল ছিলো, কিছু কাটা কুটি ছিলো।
দীর্ঘশ্বাসে আজ শুধু তাই প্রহর উপবাস যাপন,
কখনও আবার ছায়া ঘেঁটে শ্রাবণ ধারায় ক্ষয়ে যাওয়া।
কখনও বা উদাসী গলির কোনে সূর্যাস্তের শেষ আভা দেখা।
কখনও বা ঠোঁটে একমাত্র তৃপ্তির শেষ সুখ টান দেওয়া।
কখনও বা অসম্পূর্ণ ডায়েরির শেষ খালি পাতা ভর্তির ব্যর্থ চেষ্টা।
কখনও বা প্রতারক জ্যোৎস্নার বালিশে মুখ লুকিয়ে ঘুমিয়ে পড়া।
ধ্রুপদী প্রেমে শোনা যায় ব্যর্থতার এমনই কিচির মিচির শব্দ,
ফিরতে চাইলেও হয়তো স্মৃতির ঘর কখনও আর শূন্য হয় না।।