ভোরের আলো দিচ্ছে উঁকি
          বলছে এসে সবে,
দেখো চেয়ে আমাদের ছেলে
          রবি এসেছে ভবে।
তুমি তো হলে বিশ্বকবি
          ছিলে তবু বঙ্গীয়,
তোমায় নিয়ে লিখব কিছু
          সে স্পর্ধা আমায় দিও।
এসেছিলে এই ২৫ শে বৈশাখে  
          জোরাসাঁকোর ঠাকুরবাড়িতে,
পিতা দেবেন্দ্রনাথের সাথে সবাই
          ভেসে ছিল খুশির ঝর্ণাতে।
কাব্য কবিতা গান উপন্যাসে
          অপূর্ব তোমার লেখা,
আজ আমাদের সংস্কৃতিটুকু
          তোমার কাছেই শেখা।
তুমি ছিলে দেশের এক
          নোবেল জয়ী রত্ন,
তোমায় নিয়ে বিশ্ববাসী
          দেখেছে অনেক স্বপ্ন।
প্রভাত কালে জানায় শ্রদ্ধাঞ্জলি
          নিয়ে পুষ্প ডালা,
যুগ যুগান্তর গলায় থাক
         বিশ্ব খ্যাতির মালা।
তোমার কাব্য গানে ভরে থাক
          বছরের প্রতিটা দিন,
শুভ হোক হে কবিগুরু রবীন্দ্রনাথ
          তোমার জন্মদিন।।