সকাল বিকাল করছি পড়া,
মায়ের চোখে দিচ্ছি ধরা।
বাবা বলে সায়েন্স ছাড়া,
অন্য বিষয়ে রয়েছে জরা।
স্কুলে আছে এক্সজাম প্রায়,
খাতায় আঁকি হিজিবিজি তাই।
মনযে আমার বসেনা পড়ায়,
টিভি সিরিয়ালে চোখ বোলায়।
পড়তে বসে চিন্তা আসে,
আজগুবি সব গল্প ভাসে।
আমি ঘুমায় দিব্যি সুখে,
বন্ধুরা সব ডাকছে হেঁকে।
রোজ বিকেলে খেলতে এসে,
পড়ায় ফাঁকি পড়ছে শেষে।
বইগুলো সব রেখে তাকে,
ভয় লাগে মা-এর বকুনিটাকে।
চুপিচুপি দিন চলে যায়,
কি যে হব বড় বেলায়!
ভাল্লাগেনা যেখানে যাই,
পড়া শুধু পড়া যে চাই।।