মানুষ, তুমি প্রকৃত মানুষ হয়ে
ভালোবাসা দিয়ে করো জয়,
জীবনের পথে চলতে শেখো
করোনা মিথ্যা কে কভু ভয়।
ধর্ম, হিংসা বর্জন করে
যুক্তি মানবিকতায় বিচার করো,
জেনো কোটি কোটি মানুষের ভিড়ে
মনুষ্যত্বই হয় জীবনের বড়।
মেকী মিথ্যা প্রলভনের চাপে
অর্থের প্রাচুর্যে ভুলনা আত্ম পরিচয়,
বিদ্যা বুদ্ধির সঠিক বিধি প্রয়োগে
সেখানেই পাবে জীবনের জয়।
মন কে রেখো স্বচ্ছ আলোকে
নিরর্থক কালিমা লেপনা গায়,
যে নিজের বিশ্লেষণ নিজেই করে
সেই তো প্রকৃত মানুষ হয়।।