রিমঝিম বৃষ্টি করে শুধু সৃষ্টি,
চারিদিক ঝাপসা যায় নাকো দৃষ্টি।
উড়ো মন আজ বুঝি উচ্ছল চঞ্চল,
সুখে দুঃখে আমি থাকি অবিচল।
বাতাসে শুধুই আজ শোঁ শোঁ শব্দ,
কল্পনা যত সব হয়েছে বুঝি জব্দ।
মেঘের মধ্যে কত যে আলোকচিত্র,
গুরু গুরু ডাক ছেড়ে হয়েছে যে ছিদ্র।
পাখি বসে নীরেতে ডানা নাড়ে ঝড়েতে,
বর্ষার জলেতে ব্যাঙ ডাকে কোয়াতে।
কালবৈশাখী ঝড়েতে গরু ছাগল মাঠেতে,
শিল পড়ে চড়বড় গাছ ভেঙে মাটিতে।
কৃষক ভাবে ঘরেতে কাল যাবে জমিতে,
রিমঝিম বৃষ্টিতে প্রাণ এল ধরেতে।।